Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড
  • বিশ্বায়নের এ যুগে প্রগতিশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে নারীর অধিকার, ক্ষমতায়ন ও কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি অত্যাবশ্যক। মহিলা বিষয়ক অধিদপ্তর রাষ্ট্র ও সমাজের মূল স্রোতধারায় নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। গত ৩ বছরে মুন্সীগঞ্জ জেলায়  ভিজিডি কার্যক্রমের মাধ্যমে ২৮,২২১ জন দরিদ্র মহিলাকে ৮৪৬৬.৩ মে:টন খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ১৭১৭৯ জননারীকে মাসিক ৮০০ টাকা হারে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। ২০২০-২০২১ অর্থবছরে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৩২১ জন মা‌কে মাসিক ৮০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়েছে। ৬,৯৬৯ জন কর্মজীবী মা‌’কে মাসিক ৮০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়েছে। ৬৮৮ জন নারীকে ৬,০৮,১০,০০০/- (ছয় কোটি আট  লক্ষ দশ হাজার) টাকা ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে। ৪১০০জন নারীকে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়েছে। ২৫০ জন উদ্যোক্তা নারীকে জয়িতা মুন্সীগঞ্জ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ দেয়া হয়েছে।সাহায্য প্রার্থী মহিলাদের আইনি সহায়তা দেয়া হয়েছে। “জয়িতা অন্বেষণে” প্রতিযোগিতার মাধ্যমে প্রতিকূলতাকে অতিক্রম করে যে সমস্ত নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছেন তাদের মধ্য থেকে প্রতি উপজেলায় ৫টি ক্যাটাগরীতে ৫ জন  করে মোট ৩০ জন নারীকে “জয়িতা” নির্বাচন ও পুরস্কৃত করার মাধ্যমে নারীদেরকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্ভুদ্ধ করা হয়েছে। উদ্যোমী ও আগ্রহী নারীদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য সহায়তা প্রদান করা হয়েছে। আত্মনির্ভরশীল করার লক্ষে দরিদ্র মহিলাদের মধ্যে ৮৪ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা হতে বাল্যবিবাহ নিরোধে বিভিন্ন শ্রেণী পেশার জনগণকে নিয়ে সচেতনতা মূলক সভা সমাবেশ, সেমিনার আয়োজন করা হয়েছে।  ১৫ বছরের নীচে মেয়েদের বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ বাস্তবায়ন কল্পে জাতীয় কর্মপরিকল্পনা-২০১৩ অনুযায়ী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।