সারা বিশ্বের সকল দেশে যথাযথ মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি নানান আনুষ্ঠানিকতায় উদযাপিত হয়। এরই ধারাবাহিকতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরসহ দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর, সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থা, স্কুল-কলেজসহ নানান শ্রেণী পেশার মানুষ নানান আনুষ্ঠানিকতায় প্রতিবছর একযোগে ৮ই মার্চ দিবসটি পালনের উদ্যোগ গ্রহণ করে থাকে। জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ ও উপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, মুন্সীগঞ্জ এর আয়োজনে, জাতীয় মহিলা সংস্থা, ও টিআইবি মুন্সীগঞ্জ এর সহযোগিতায় সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তর/সংস্থা ও নানান শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ৮ই মার্চ দিবসটি পালিত হয়েছে। এবছর দিবসটি পালনের জন্য যে প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে তা হলোঃ
প্রতিপাদ্য (ইংরেজী): “DigitALL: Innovocation and technology for gender equality
প্রতিপাদ্য (বাংলা): “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন
জেন্ডার বৈষম্য করবে নিরসন”
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস